সময়ের আলো প্রতিষ্ঠার ৩ বছর পূর্তি ও ৪ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে কাজিপুর উপজেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া খান। ২ মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সময়ের আলোর জন্মদিনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যক্তি ও বিভিন্ন সংগঠন।
কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দীনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন, নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আলাউদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভজিৎ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লাসহ সকল সরকারি অফিসের প্রতিনিধিগণ।
রাজনৈতিক দলের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, শুভগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন, কাজিপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি বেলায়েত উল ইসলাম শাওনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি পরিমল কুমার তরফদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ-সভাপতি সারোয়ার হোসেন। সময়ের আলো ধুনট (বগুড়া) প্রতিনিধি হেলাল উদ্দিন, দৈনিক খোলা কাগজ কাজিপুর প্রতিনিধি আব্দুস সোবহান, দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার রুবেল আহমেদ, দৈনিক যমুনা প্রবাহের স্টাফ রিপোর্টার টি এম কামাল, সাংবাদিক আনোয়ার হোসেন, শিক্ষক আমিনুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।