নিজস্ব প্রতিবেদক :সিরাজগঞ্জের সলঙ্গা ঘুড়কা ইউনিয়নে প্রধানমন্ত্রীর প্রেরিত ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ঘুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়।
ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান সরকার বলেন, ঈদ কে সামনে রেখে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ২ হাজার ৮ শত ৯০ জনজ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
এসময় ঘুড়কা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাক অফিসার শাকিলুর রহমান,ঘুড়কা ইউনিয়ন পরিষদের সচিব,সকল ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।