সিরাজগঞ্জের সলঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হামলা ও থানায় হামলার ঘটনায় আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (০২ অক্টোবর) বিকেলে ও রাতে সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঘুরকা নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল গনি শেখের ছেলে রফিকুল ইসলাম (৫৫), ঘুড়কা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি ও শ্রীরামেরপাড়া গ্রামের মৃত সোনাভানের ছেলে শাহাদাত হোসেন(৭০) ও সলঙ্গা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক ও বাসুদেবকোল গ্রামের বাবলু আকন্দের ছেলে আশিক আকন্দ (২০) কে আটক করা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা ও থানায় হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে সংশ্লিষ্টতা পেয়ে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৩ জন কে আটক করা হয়েছে। অজ্ঞাতনামা অন্য আসামীদেরকে শনাক্ত এবং আটক জন্য আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি।বৃহস্পতিবার দুপরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।