সিরাজগঞ্জের সলঙ্গায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে শাহিন ফকির (৩৫)নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২১ আগষ্ট) রাতে নিজ বাড়িতে আত্মহত্যা করে। সে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের নলছিয়া গ্রামের খলিলুর রহমান ফকিরের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,মৃত শাহিন ফকির গাজীপুর জিরানীতে একটি গার্মেন্টসে চাকরী করতেন। গতকাল সে ঢাকা থেকে বাড়ি এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। রাত ৩টার দিকে তার স্ত্রী ঘুম থেকে জেগে দেখে তার স্বামী ওড়না পেচিয়ে ঘরের ধরনার সাথে ফাঁসে ঝুলছে।দ্রুত উদ্ধার করে স্থানীয় হাটিকুমরুল মা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ বুধবার দুপুরে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।