মা শুধু একজন মা নন,তিনি একজন শিক্ষক এবং শ্রেষ্ঠ শিক্ষক এই স্লোগানকে সামনে রেখে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের রৌহাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে বিদ্যালয় চত্বরে অত্র বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন,সহকারী শিক্ষা অফিসার তরিকুল ইসলাম,চক রৌহাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
অত্র বিদ্যালয়ে ২০২২ সালে বৃত্তি পরিক্ষায় ৫ জন অংশগ্রহণ করেন তার মধ্যে ১ জন ট্যালেন্টপুলে ও ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।