সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা সেচ্ছাসেবকদলের উদ্যোগে শীতার্তদের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে সলঙ্গা গোঁজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সলঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে কম্বল বিতরণের উদ্বোধন করেন সলঙ্গা থানা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শেখ মোঃ রফিকুল ইসলাম।
অপর দিকে হাটিকুমরুল ইউনিয়নের চৌরাস্তা উচ্চ বিদ্যালয় মাঠে হাটিকুমরুল ইউনিয়ন সেচ্ছাসেবকদলের উদ্যোগে শীতার্তদের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সলঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শরিফ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সলঙ্গা থানা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব রনজু আহমেদ মুন্সি, সদস্য আরিফুল ইসলাম,সলঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন সরকার,সলঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন,কাওছার আহমেদ,আব্দুল মালেক,শামীম রেজা,জসিম উদ্দিন প্রমূখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।