সিরাজগঞ্জের সলঙ্গার ধুবিল ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
এবারের বাজেটে গ্রামীণ যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মে ) বিকলে ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল তালুকদারে সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা শুরু হয়।
এসময় উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আব্দুল গনি তালুকদার।
এতে আয় দেখানো হয়েছে, ২ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ১২৪ টাকা,ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৯২ লাখ ৫৩ হাজার ২৪৪ টাকা,উদ্বৃত্ত দেখানো হয়েছে ৯০ হাজার ৮৮০ টাকা।
এসময় সকল ইউপি সদস্য,সকল স্তরের নেতাকর্মী, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।