সিরাজগঞ্জের সলঙ্গা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন,সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু।রবিবার বিকেলে সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ী বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সলঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আলীর পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সরকার,সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন বাদশা,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,ভাটারা থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক,সাংগঠনিক সম্পাদক ফজলে করিম রিপন,ফারুক প্রামানিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নলকা ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,সলঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহ্বায়ক আলী আশরাফ, সলঙ্গা ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, সলঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা শিবলু, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবু,সলঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক রতন আহমেদ প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কৃষকলীগের নেতা-কমীদের উপস্থিতিতে প্রস্তাব এবং সমর্থনের মাধ্যমে মোতালেব হোসেন মন্ডলকে সভাপতি ও নাজমুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।