নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বর্তমান প্রেক্ষাপটে সলঙ্গা ওয়ান সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ
উদ্যোগে ১৩০গরীর,হতদরিদ্র, কর্মহীন দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে
দিন ব্যাপী এ অনুষ্ঠানে প্রথম ধাপে সকাল ১০টায় সাতটিকরী,দ্বিতীয় ধাপ বিকাল ৩টায় নাইমুড়ি বাজার এবং তৃতীয় ধাপ বিকাল ৪:৩০টায় চরিয়া মধ্যপাড়া বিতরণ করা হয়।
মহামারীতে রুপ নেওয়া করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে চলছে সরকার ঘষিত লকডাউন, এতে কর্মহীন হয়ে পরেছে নানান পেশার মানুষ। এরমধ্যে বেশির ভাগ রয়েছে খেটে খাওয়া দিনমজুর,তাই সরকারের পাশাপাশি এ ওয়ান সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতারণ করা হয় এবং সকলকে সরকারী নির্দেশনা মেনে ঘরে অবস্থানের আহ্বান জানান।
এসময় উপস্থিতি ছিলেন এ ওয়ান সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি সেলিম রেজা ,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক মাসুদ রান, সদস্য বকুল হোসেন, আলাউদ্দিন, মুকুল হোসেন, এবং ৮নং সলঙ্গা ইউ পি সদস্য জহুরুল ইসলাম মজনু সহ অত্র এলাকার স্থানীয় ব্যক্তি বর্গ।