নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিনটি উপলক্ষে মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেন মল্লিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ এর সঞ্চালনায় বঙ্গবন্ধু ও শহীদ জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় শহীদের অবদানসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মাওলানা আননিছুর রহমান
দোয়া করেন। এতে অত্র ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।