সিরাজগঞ্জের সলঙ্গায় ২০২২-২৩ অর্থ বছরে (উপজেলা) এডিপি পিআইসি'র অর্থায়নে যুব-মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২০ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সেলাই মেশিন বিতরণের উদ্বোধন করেন সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন,ইউপি সচিব ফরিদুল হক মিলনসহ সকল ইউপি সদস্য/সদস্যা ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।