সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযানে গাজাঁ ও ফেনসিডিলসহ ৮ মাদক কারবারিকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।
শুক্রবার রাতে সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ও তালিকা ভুক্ত ৮ আসামীকে আটক করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শনিবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ৭১ বোতল ফেনসিডিলসহ ৪ জন কে আটক করা হয়।
এছাড়াও সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক বিক্রিতা ও তালিকাভুক্ত ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত আসামী,কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার পশ্চিম ফুলমতি গ্রামের আবু তালেবর ছেলে সাইদুল ইসলাম(২৬),দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার খাজাপুর পশ্চিম পাড়া গ্রামের সাইফুল মোল্লার ছেলে মাসুদ রানা, একই গ্রামের আইয়ুব আলীর ছেলে ইলিয়াস(২৪),টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার টোকচাদপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে ফারুক মিয়া,সলঙ্গা থানার আঙ্গারু গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আঃ সালাম (৪৮),ধোপাকান্দি গ্রামের মৃত লাল চান সরকারের ছেলে এনামুল সরকার(২২),রায়গঞ্জ থানার রুপাখাড়া গ্রামের মৃত বোরহান আলীর ছেলে এনামুল হক সাকিল (২৫), তাড়াশ থানার হামকুড়িয়া গ্রামের জহির এর ছেলে রিপন (২০)।
এব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।