সিরাজগঞ্জে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক প্রসস্ত করার জন্য সরকারি ভাবে অধিগ্রহনকৃত ভুমির নায্য মুল্যে ও ব্যাবসায়িদের ক্ষতিপুরনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জমির মালিক এবং ব্যবসায়িরা।
বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল গোলচত্বর থেকে জমির মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারি এক বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গোলচত্বর এলাকায় এসে শেষ হয়।
পরে মহাসড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে জমির মালিক ও ব্যবসায়ীরা। এসময় তারা জমির ন্যায্যমুল্যে ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিপুরনের দাবি জানান। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান মুকুল,মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।