সিরাজগঞ্জের সলঙ্গায় চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ৩ সদস্য গ্রেফতার ও ২৫ টি মোবাইল জব্দ করছে র্যাব-১২ সদস্যরা।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার
মোহাম্মদ ইলিয়াস খান।
এর আগে বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে র্যাব-১২'র অভিযানে সলঙ্গা থানার হাটিকুমরুল মোড়ে অভিযান চালিয়ে ২৫ টি নতুন চোরাই মোবাইল ফোনসহ ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী উল্লাপাড়া থানার ঘোনাগানজানী গ্রামের সাত্তার আলীর ছেলে রমজান আলী (১৯),সলঙ্গা থানার হাটিপাড়া গ্রামের ইব্রাহিম ইসলাম এর ছেলে মাসুদ রানা(২৯) ও সুরমান আলীর ছেলে শফিকুল ইসলাম (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ একটি চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকার বিভিন্ন মোবাইলের দোকানকে টার্গেট করে সুযোগ বুঝে মোবাইল ফোন চুরি করে ঢাকায় নিয়ে বিক্রয় করত।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।