উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
করোনা ভাইরাসের কারণে দিনমজুর মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে। তাদের পরিবারে দেখা দিয়েছে খাবার সংকটে ঠিক সেই সময়
শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এমন স্লোগানকে সামনে রেখে-সিরাজগঞ্জ উল্লাপাড়ার সলঙ্গা রামকৃষ্ণপুর ইউনিয়নে ১০টাকা মূল্যের ৩০কেজি ওজনের চাউলের বস্তা বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উনুখাঁ বাজারে জাহিদুল ইসলাম জাহিদের কার্যালয়ে এ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-
রামকৃষ্ণপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো, উপজেলা ট্যাগ অফিসার মুসলিম উদ্দিন,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার হারুনুর রশিদ শাহিন, রাকিব হাসান প্রমুখ। এ সময় গরীব হতদরিদ্রদের ১৬,৭১০ কেজি চাউল ১০টাকা করে, উনুখাঁ বাজার মেসার্স জেরিন এন্টাপ্রাইজের মাধ্যমে ৫৫৭ পরিবারের মাঝে বিতরণ করা হয় ৷