সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঢাকা- নাটোর মহাসড়কে লরি ও মটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে দূর্ঘটনাস্থলে শাকিব নামে একজন নিহত হয়েছে ।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা- নাটোর মহাসড়কের চড়ই কান্দিপাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে । নিহত শাকিব নাটোর বড়াইগ্রাম বাঘাট এলাকার বোরহান উদ্দিনের ছেলে ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান কলমের বার্তাকে জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে । ঘাতক লরিটি আটক করলেও চালক পলাতক রয়েছে ।