সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) বিকেলে উনুখাঁ বাজারে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাব হোসেন মন্ডল সঞ্চালনায় সকল ওয়ার্ড আওয়ামীলীগে সভাপতি/সম্পাদক বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,শেখ কামাল ছিলেন একজন ক্রীড়াবিধ, সাংঙ্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন গুনে গুনান্নিত মানুষ। পচাত্বরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু কে স্ব-পরিবারে হত্যার মধ্য দিয়ে জাতি শেখ কামাল কেও হারিয়েছি আমরা।
এছাড়া শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আনিছুর রহমান ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।