প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৪:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৩, ৪:৫১ অপরাহ্ণ
সলঙ্গায় স্কুলের ল্যাপটপ চুরির পর ফেরত দিলো চোর
সিরাজগঞ্জের সলঙ্গার দক্ষিণ পুস্থিগাছা বনানী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৩টি সরকারি ল্যাপটপ চুরি হয়েছে বলে অভিযোগ উঠে। এঘটনায় স্কুলের প্রধান শিক্ষক চুরি হয়েছে এই মর্মে একটি সলঙ্গা থানায় জিডি করেন।
থানায় অভিযোগ করার ২৪ ঘন্টার ভিতর গতকাল সোমবার রাত ১ টা ২০ মিনিটের দিকে চোর ল্যাপটপ স্কুলের মেইন গেইটে রেখে যায়।
জানাযায়,গত রবিবার রাতের আঁধারে স্কুলের টয়লেটের উপর দিয়ে তিন তলায় প্রবেশ করে চোর, রুমের তালা ভেঙ্গে ১৩টি ল্যাপটপ নিয়ে যায়।
স্কুল কর্তৃপক্ষ জানায়, ডিউটি শেষ করে শিক্ষকরা স্কুল থেকে চলে যান। পরদিন স্কুলে গেলে কম্পিউটার রুমের তালা ভাঙ্গা দেখেন। পরে ভিতরে ঢুকে দেখা যায় রুমের ভিতর সবগুলো থাকা ল্যাপটপ নেই।
নৈশ প্রহরীকে জিজ্ঞাসা করলে সে চুরির ঘটানা কিছুই জানে না বলে অস্বীকার করে।
পরে থানায় অভিযোগ করা হয়।
উপজেলার দক্ষিণ পুস্থিগাছা বনানী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আমিনুল ইসলাম স্বপন বলেন,স্কুল থেকে ল্যাপটপ চুরি হয়ে যাওয়ার পর থানায় একটি জিডি করা হয়েছে।জিডি করার পরের দিন রাতেই চোর সবগুলো ল্যাপটপ ফেরত দিয়েছে। ঘটনার বিষয়ে প্রতিষ্ঠানের নৈশ প্রহরীকে জিজ্ঞাসা বাদ করলে সে চুরির সাথে জরিত ৭/৮ জনের নাম বলে।সে নিজেও জরিত তা নিজেই শিকার করে।
তিনি আরোও বলেন, নৈশ প্রহরীসহ এঘটানার সথে জরিত ৭/৮ জনের নামে মানলার প্রস্তুতি চলছে।
উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক এর মুঠোফোনে একাধিকবার ফোন করলি তিনি ফোন রিসিভ করেন নাই।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক বলেন,চুরির ঘটনায় ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক একটি জিডি করেন। শুনেছি চোর ল্যাপটপ স্কুল গেটে রেখে গেছে। এবিষয়ে তদন্ত অব্যাহত আছে।#
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.