হ্যালো এইচপি অ্যাপস ইনষ্টলেশন ক্যাম্পেইন কার্র্যক্রমের কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা চত্বরে হ্যালো এইচপি অ্যাপস ইনষ্টলেশন ক্যাম্পেইন কার্যক্রমের কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) বদরুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা।
হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই মনিরুল ইসলামের সঞ্চালনায় ক্যাম্পেইন কার্যক্রমের আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান বিএসসি,হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার প্রতিনিধি এ এস আই এমদাদুল হক,হাটিকুমরুল ইউনিয়নের সাবেক সদস্য মোহাব্বত হোসেন শামীম, রামকৃষ্ণপুর ইউনিয়নের ইউপি সদস্য মোক্তার হোসেন, হাটিকুমরুল মালিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন প্রমূখ।
এসময় বক্তারা বলেন,অনুষ্ঠানের প্রধান অতিথি হ্যালো হাইওয়ে পুলিশ অ্যাপস এর সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং এর বিস্তারিত সুবিধা সম্পর্কে অবহিত করেন। সেইসাথে অধিক সেবা পেতে আ্যাপস টি মোবাইলে রাখার আহ্বান জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।