বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সিরাজগঞ্জের সলঙ্গা থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে অনিতা রাণী দাশ এবং সাধারণ সম্পাদক পদে আছমা পারভীন পুনরায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকেলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্ত্বরে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে জেলা ও কেন্দ্রীয় নেতারা এ ঘোষণা দেন।
এর আগে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না।
সলঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি অনিতা রাণী দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আছমা পারভীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা:আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ন-আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ।
অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভকেট রিমা,সাংগঠনিক সম্পাদক তানজিলা আফরিন,উল্লাপাড়া মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিবলী ইসলাম কবিতা,
তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হোসনে আরা পারভীন লাভলী,সলঙ্গা থানা আওয়ামী লীগের সহ সভাপতি ফনিভূষন পোদ্দার,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মন্ডল, সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশা, এছাড়াও বিভিন্ন পর্যায়ের মহিলা আওয়ামী লীগের নেত্রী বৃন্দ ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।