গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিশামত বাগচি খন্দকার পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার গভীর রাতে বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা ও বিপুলসংখ্যক গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত লালমিয়া খন্দকার প্রতিপক্ষ মোঃ আবুল কালাম আজাদ সহ ৫ জনকে আসামি করে সাদুল্যাপুর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার বিবরণে জানা যায়,লালমিয়া খন্দকার তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে স্থায়ী বাড়ি ঘর নির্মাণ করে বসবাস করে আসছে অন্যদিকে ওই জমির দাবি করে আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে লালমিয়াকে জমি থেকে উচ্ছেদ করবে বলে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার আবুল কালাম আজাদ ও তাঁর সহযোগীরা লালমিয়ার বাড়িঘর জমিজমা বিভিন্ন প্রজাতির ফলমূল ও মূল্যবান শতাধিক গাছ কাটা আরম্ভ করে। এতে লালমিয়া খন্দকারের স্ত্রী নুরুন্নাহার বাধা দিলে তাকে বেদম মারপিট করে শ্রীলতাহানি ঘটায়।
অন্যদিকে শুক্রবার গভীর রাতে লালমিয়া খন্দকার ও তার বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ার সুযোগে আবুল কালাম আজাদ ও তার সঙ্গীরা লালমিয়া খন্দকারের বাড়িতে ঢুকে তার টিনের চালা বিশিষ্ট গোয়াল ঘরে অগ্নিসংযোগ করে। আগুনে বাঁশ-কাঠ পোড়ার শব্দে বাড়ির লোকজন জেগে উঠলে আগুন দেখে চিৎকার করতে থাকে। তারা আবুল কালাম আজাদকে সেখানে হতে পালিয়ে যেতে দেখে। অগ্নিকাণ্ডে ও গাছপালা কর্তণে লালমিয়া খন্দকারের প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সে তার দায়েরকৃত মামলায় জানিয়েছে।
গতকাল শনিবার ৯৯৯ নম্বরে অভিযোগ দেওয়ার পর সাদুল্যাপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি।