নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ব্রেইন টিউমারে আক্রান্ত ইমাম উদ্দিন নাহিদ কে চিকিৎসা সহায়তা হিসেবে কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে৷
বুধবার (৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাটে এই চিকিৎসা সহায়তা প্রদান করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন,বসুরহাট পৌরসভার বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম,কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমাম উদ্দিন ও আলা উদ্দিন জিকু উপস্থিত ছিলেন৷
এতে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান টিপু, যুগ্ম-আহবায়ক সালেহ উদ্দিন সুমন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর উদ্দিন রুবেল, উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী ইব্রাহিম ও সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন৷
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।