আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী ।
রবিবার (৫ জানুয়ারি-২০২৫খ্রিঃ) বিকেল ৩টার দিকে বেলকুচি উপজেলার কামারপাড়া নিজস্ব বাসভবন থেকে যৌথবাহিনীর অভিযানে চালিয়ে তাকে আটক করা হয়।
বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন বলেন, যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এ জন্য কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এখনো জানানো হয়নি। অভিযান শেষে থানায় হস্তান্তর করলে সব বিষয় জানা যাবে।
উল্লেখ্য, সিরাজগঞ্জ-৫ আসন থেকে আব্দুল বিশ্বাস ১৯৯৬ খ্রিঃ ও ২০০৮ খ্রিঃ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ খ্রিঃ নির্বাচনের পর আব্দুল লতিফ বিশ্বাস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।