সিরাজগঞ্জ শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আয়োজনে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (৩১আগষ্ট ২২) সকাল ১১টায় অত্র বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল আলম শেখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি ও বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা হেলাল আহমেদ।
আরও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হালিম আজাদী এবং ইমাম ও খতিব মো: মোয়াজ্জেম হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চমৎকার আয়োজন এবং শিক্ষার্থীদের হামদ ও নাত পরিবেশন সকলকে মুগ্ধ করে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।