নাটোরের সিংড়ায় বিদ্যুতায়িত হয়ে হাফিজুর রহমান হেদা (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি ডাহিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মাধা বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে মোটর সংযোগে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই নিহত হন সাবেক বিএনপি নেতা হাফিজুর রহমান। এসময় আলমাস হোসেন নামের এক কলেজছাত্র গুরুতর আহন হন। তাকে রামেকে ভর্তি করা হয়েছে।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। হাফিজুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত অপরজনকে রামেকে পাঠানো হয়েছে।
অপরদিকে উপজেলার শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে সাদিয়া আক্তার নামের এক যুবতী আত্মহত্যা করেছে। সে ঐ গ্রামের শাহাদৎ হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, গত ছয় মাস আগে বিবাহ হয় সাদিয়া আক্তারের। বিবাহের সাতদিন পরে বাবার বাড়িতে চলে আসে। পরবর্তীতে স্বামীর বাড়িতে ফিরে না যাওয়ায় এক মাস পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এমতাবস্থায় মঙ্গলবার ভোরে নিজ শয়ন কক্ষের পাশে ফাঁকা রুমের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।
সিংড়ায় শেখ রাসেল দিবস উদযাপন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে নাটোরের সিংড়া প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর পরিষদ, পুলিশ প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল ইমরান এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, শামীমা হক, সিংড়া থানার ওসি মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য সরফরাজ নেওয়াজ বাবু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, পৌর সভাপতি সোহেল তালুকদার প্রমুখ।
মঙ্গলবার দুপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও মো. আল ইমরান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।