নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় সিএনজিতে ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে দুজন।
নিহত সিএনজি চালকের নাম মো. রফিকুল ইসলাম (৩৭), তিনি চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রামের মৃত আঃ সোবাহানের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মত চলনবিলে মাছ শিকার করে চৌগ্রাম আড়তে বিক্রি করতে আসার পথে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় পৌঁছালে ট্রাক ধাক্কা দেয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এসময় আহত অপর দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।