বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন

সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া স্থাপনা নয়

কলমের বার্তা নিউজ ডেস্ক :
  • সময় কাল : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে।

রাজধানীতে যেকোনো অবকাঠামো নির্মাণের সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রবিবার (৬ ফেব্রুয়ারি) এলজিআরডি মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আজ ঢাকা-চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকেও এ কথা বলেন এলজিআরডি মন্ত্রী।জলাবদ্ধতা নিরসনে বেদখল হয়ে যাওয়া খালগুলো উদ্ধারে জোর দেন মন্ত্রী । তিনি বলেন, স্থাপনা নির্মাণে দ্রুত পদক্ষেপ নিলে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। কাউকে দোষারোপ করে নয়। জলাবদ্ধতা নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তাজুল ইসলাম বলেন, যে কোনো প্রকল্পের কারণে জনগণের অসুবিধা হলে সিটি করপোরেশন সেটা বন্ধ করে দিতে পারবে। সে ক্ষমতা তাদের দেওয়া হবে।সভায় ঢাকার খালগুলো নাব্যতা ফিরিয়ে আনতে নিজেদের কর্মকাণ্ড ও সমস্যা গুলো তুলে ধরেন ঢাকার দুই মেয়র।

2
Spread the love

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102