কৃষি বাজেট কৃষকের বাজেট -(২০২৩-২৪ ) হৃদয়ে মাটি ও মানুষের মধ্যমণি শাইখ সিরাজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কৃষকের বাজেট কৃষি বাজেট অনুষ্ঠানটি সিরাজগঞ্জ শহরের যমুনাপাড় ক্রসবার-৩ এ অনুষ্ঠান সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠান পরিচালনা করেন হৃদয়ে মাটি ও মানুষের মধ্যমণি শাইখ সিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মৎস্য মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ বিশ্বাস, জেলা জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক মোঃ আব্দুল গফুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা গণ রাজনৈতিক নেতৃবৃন্দরা।
এসময়ে বিভিন্ন গণমাধ্যম কর্মী ও উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও সিরাজগঞ্জ জেলার অসংখ্য কৃষক ও কৃষাণী ভাই-বোনেরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ জেলার অসংখ্য কৃষক - কৃষাণীরা অনুষ্ঠানে ইরি বোরো ধান, চলনবিল যমুনার মৎস্য, কৃষক ও কৃষাণীদের নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কথা বলেন-
চলন বিলে অবাধে, পুকুর খনন করে চলছে মৎস্য চাষ, কৃষি ব্যক্তিত্ব শাইখ সিরাজ, এ বিষয়টা যখন তুলে ধরেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মাননীয় এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ও সাবেক পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সকল কৃষকও খামারের কার সুস্থ করে পরবর্তীতে এ ধরনের কোন কিছু যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রশাসন তাদের আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে। ডিলার পর্যায়ে বিভিন্ন সারের দাম এর চারটে লেখা থাকে একদাম, কৃষকদের অভিযোগ, তারা সরকার নির্ধারিত দামের চাইতে বেশি দিয়ে সার কিনতে হয় প্রত্যেকটা ডিলার এর কাছ থেকে, কৃষি কর্মকর্তারা বলছে এ ধরনের কোনো অভিযোগ তাদের কাছে নেই, কৃষক বলছে তাদের কাছে এই অভিযোগ রয়েছে, জেলা প্রশাসক আশ্বস্ত করেছে বিষয়টি তারা মনিটরিং এর মাধ্যমে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
কৃষি ব্যক্তিত্ব ও হৃদয়ে মাটি ও মানুষের মধ্যমনি শাইখ সিরাজ সিরাজগঞ্জে আগমন উপলক্ষে সিরাজগঞ্জবাসী তথা, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক মাহবুবুল ইসলাম পলাশ এর পক্ষ থেকে, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতের গামছা শাইখ সিরাজ কে উপহার হিসেবে প্রদান করেন।
শাইখ সিরাজ সিরাজগঞ্জের তাঁতের গামছা পেয়ে আনন্দিত হন। এ সময় মাননীয় সংসদ সদস্য প্রশাসক করতালির মাধ্যমে একাত্মতা প্রকাশ করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।