সিরাজগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কওমী জুট মিল হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করা হয়। স্বাস্থ্য বিধিমেনে –
শনিবার (জানুয়ারি ২০২২) দুপুরে বিদ্যালয়ের হলরুমে – বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন , জেলা শিক্ষা অফিসার মোঃ শফীউল্লাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, বীরমুক্তিযোদ্ধা কোরবান আলী বিন্দু। এতে সভাপতিত্ব করেন, বীরমুক্তিযোদ্ধা ডাঃ জহুরুল হক রাজা।
এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার সরকার,ফরহাদ হোসেন, রবিউল ইসলাম, রোকনুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন ।
বই বিতরণকালে জেলা শিক্ষা অফিসার শফীউল্লাহ বক্তব্যে বলেন, আগামী দিনের শিশুরাই জাতির ভবিষ্যত। প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শতভাগ শিক্ষা বিস্তার প্রতিষ্ঠার লক্ষ্যে বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষার্থীদের শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন।তিনি প্রত্যাশা করেন শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে সুনাগরিক হয়ে গড়ে উঠবে।