মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক জাতীয় পরিষদের সদস্য , সাবেক জেলা গভর্নর , সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি , একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক, সর্বজন মানুষের বর্ষীয়ান জননেতা মরহুম মোতাহার হোসেন তালুকদারের ২১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মরহুম মোতাহার হোসেন তালুকদার পরিবার বর্গের আয়োজনে - শুক্রবার (২ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ বাসভবনে মরহুম মোতাহার হোসেন তালুকদার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাদ মাগরিব রেঁনেসা ক্লাবের ব্যবস্হাপনায় মরহুমের স্মৃতি চারণ মূলক স্মরণ সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত স্মরণ সভায় মরহুম মোতাহার হোসেন তালুকদার এর বর্নাঢ্য জীবনের স্মৃতি চারণ আলোচনা করেন, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য , জেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল , ফিরোজ ভূঁইয়া, কেন্দ্রীয় মহিলা লীগের নেত্রী ও মরহুমের পুত্রবধূ ড.জান্নাত আরা তালুকদার হেনরী , নাতী সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেল প্রমুখ ।
এসময় মরহুমের সন্তান লাবু তালুকদার সহ অন্যান্য আত্নীয়স্বজন ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম সহদলীয় অনেক নেতাকর্মী, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ , সিরাজগঞ্জ রিপোটার্স ইউনিটি'র সভাপতি অশোক ব্যানার্জী , জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক নূর এ আলম হিরা সহ গুণীজন, সুধীজন বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন ।
মরহুম মোতাহার হোসেনের আদর্শ আগামী প্রজন্মের পর প্রজন্ম হৃদয়ে ধারণ করে চলবে বলে বক্তাগন বক্তব্যে বলেন ।
স্মৃতি চারন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা মোয়াজ্জেম হোসেন ।
জানা যায় যে, মোতাহার হোসেন তালুকদার ১৯২২ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
মোতাহার হোসেন তালুকদার ১৯৪৬ সালে তদানিন্তন মুসলীম ছাত্রলীগে যোগদান করেন। তিনি ১৯৪৭ সালে পাবনা এডওয়ার্ড কলেজের জিএস, ১৯৪৮ ও ১৯৪৯ সালে রাজশাহী গভর্মেন্ট কলেজের জিএস ও ভিপির দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৬৮ সাল থেকে মৃত্যু পর্যন্ত সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মোতাহার হোসেন তালুকদার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মুক্তিযাযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি রংপুরের রৌমারীতে মুক্তিযুদ্ধ ক্যাম্প গঠন করেন এবং মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। ১৯৭৫ সালে তাকে সিরাজগঞ্জ জেলার জেলা গভর্নর নিযুক্ত করা হয়। ১৯৭০ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান এবং ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক, হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের পরিচালক এবং বিসিকের চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছেন। মোতাহার হোসেন তালুকদার ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদে কাজিপুর-সিরাজগঞ্জ নির্বাচনি এলাকা থেকে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন।
সিরাজগঞ্জ মুজিব সড়কস্থ নিজস্ব বাসভবনে ২০০১ সালে ২রা ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।