নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের পাঁচলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত সোহেল রানা (২২) এলাকার উলিপুরের আব্দুর রশিদের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতো।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান কলমের বার্তা প্রতিবেদক জানান,শনিবার সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু নেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়া বাজারের উত্তর পাশ থেকে দক্ষিন প্রান্ত পাড় হবার সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হলে হাসপাতালে নেবার পথে মারা যায়।পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।