আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদে সয়দাবাদ ইউপিতে তথ্য আপা ঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায় প্রকল্প (২য় পর্যায়) । জাতীয় মহিলা সংস্হা শিশু বিষয়ক অধিপ্তরের ও তথ্য কেন্দ্র সিরাজগঞ্জ সদরের আয়োজনে, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) সকালে সয়দাবাদ ইউনিয়ন পরিষদে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ,। এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সয়দাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম , জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সোরহাব আলী, এ্যাডঃ লিমা, সহ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা,তথ্য আপা প্রমুখ। অনুষ্ঠানে, সয়দাবাদ ইউনিয়নের সহ এলাকার শতাধিক নারী ও পুরুষদের একাংশ উপস্হিত ছিলেন।