সিরাজগঞ্জের সলঙ্গায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণেের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়নের আওতায় রিলে ফসল প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি ব্লকের রুয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ সুর্বণা ইয়াসমীন সুমী'র সঞ্চালনায় মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া অঞ্চলের ডিএই এর অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা খামার বাড়ি'র ডিএই এর পরিচালক কৃষিবিদ মোজদার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের এডিডি ক্রপ মশকর আলী,সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা মোঃ সারোয়ার হোসেন সহ প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় কয়েক শতাধিক কৃষক কৃষাণী অংশ নেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।