সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি)মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়।
এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন,রায়গঞ্জ একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহঃ নূরুন্নবী মিয়া। নির্বাচনে ৫ জন অভিভাবক সদস্য অংশ গ্রহন করেন। এরা হলেন, নাসির উদ্দিন (ছাতা),হাফিজুর ইসলাম (চেয়ার),আব্দুস ছালাম (আনারস), কলিমুদ্দিন (মোরগ) ও হাছেন আলী (দোয়াত কলম)।
অত্র মাদ্রাসার ৩৬৪ জন অভিভাবক সদস্যের মধ্যে ২৩৩ জন অভিভাবক তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। এর মধ্যে নাসির উদ্দিন (ছাতা) ১২৯,হাফিজুর ইসলাম (চেয়ার) ১২২ ও আব্দুস ছালাম (আনারস) ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আমশড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান নির্বাচন সুষ্ট ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সকল অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।