বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

কলমের বার্তা ডেস্ক:
  • সময় কাল : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে।

সিরাজগঞ্জের সলঙ্গায় কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ী-রুয়াপাড়া সম্মিলিত কবরস্থানে এ ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি শাহ আলী জয় জানান,নাইমুড়ী গ্রামের মৃত বদিউজ্জামান তালুকদারের স্ত্রী মরহুমা হালিমা খাতুনের মরদেহ দাফন করতে গিয়ে বিষয়টি জানা যায়।

স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ গ্রামবাসী জানান, নাইমুড়ি গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী মরহুমা হালিমা খাতুনকে দাফন করতে গিয়ে দেখা যায় ১৬টি কবর খনন করা। সন্দেহ হলে একটা কবর খনন করে দেখা যায় সেখানে কঙ্কাল নেই। এরপর বাকি ১৫ কবর খুঁড়লে কোনোটিতেই কঙ্কাল পাওয়া যায়নি।

এ বিষয়ে নাউমুড়ী রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কলমের বার্তা কে বলেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। পরবর্তীতে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেজন্য কমিটির পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নাইমুড়ি গ্রামের বাসিন্দা আকমল হোসেন বাদশা বলেন, এমন ঘটনায় আমরা মর্মাহত। বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি। চোর চক্রকে ধরতে কবরস্থানে পাহারার ব্যবস্থা করা হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান,অনেকে এব্যাপারে ফোন করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত চলছে।

5
Spread the love

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102