সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৮ কেজি গাজাঁ ও ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা।
মঙ্গলবার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলকপুর গ্রামে এবং রামারচর মহাসড়কের পাশে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- সলঙ্গার গোলকপুর গ্রামের মৃত- আব্দুল জলিল শেখের ছেলে মোঃ আশাদুল শেখ (২৫), কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ফারাকপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জসীম আলী (২৭), মৃত কামাল উদ্দিনের ছেলে শাহ জামাল (৪০) এবং বারদাগ গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মোস্তাকিন (১৯)।
র্যাব ১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজাঁ ও ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারীকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামত সহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।