সিরাজগঞ্জের সলঙ্গায় চোলাই মদসহ নুর হোসেন নামে এক মাদক ব্যবসায়ী আটক।
নুর হোসেন ওরফে নুরু সলঙ্গা থানার ক্ষুদ্র শিমলা গ্রামের মৃত কাদের আলীর ছেলে।
বৃহস্পতিবার সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,বুধবার (৯ ফেব্রুয়ারী) বিকেল সোয়া ৪টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার চৈত্রহাটি গ্রামের সুতাহাটি বাজারের পূর্ব পাশে অভিযান চালিয়ে ২৯ লিটার দেশীয় চোলাই মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে, আলামতসহ তাহাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।