সিরাজগঞ্জের সলঙ্গায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ছাত্রলীগের ৩ কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সলঙ্গা থানা ছাত্রলীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ নেতা সুমন হাসান,রাকিব ও হাবিবুল বাশার মধু জানান,মঙ্গলবার ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যাই। সেখান গেলে আমাদের উপর হামলা চালায় সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকেরা। এসময় ছাত্রলীগ কার্যালয়ের চেয়ার ভাংচুরসহ মারপিট করে আহত করে।
আহত ছাত্রলীগ কর্মীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর হামলা করে তারা।
এবিষয়ে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন হাসান বলেন এ রকম কোন ঘটনা ঘটেনি।
সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ রায়হান গফুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু জানান, সলঙ্গা থানা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তির্ণ ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং পদ বাণিজ্যসহ নানা অপকর্মের কারণে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এ ঘটনা ঘটেছে ।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান,সংঘর্ষের কথা শুনে সেখানে উপস্থিত হয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিবেশ নিয়ন্ত্রন করা হয়েছে।