সিরাজগঞ্জের সলঙ্গায় আলোচিত চাঞ্চল্যকর পলাশ হত্যা মামলার প্রধান আসামি শ্রীবাস চন্দ্রদাস জীবনকে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ।
গ্রেফতারকৃত শ্রীবাস চন্দ্রদাস জীবন দাশপাড়া এলাকার সুবোলের ছেলে। গতকাল সোমবার সন্ধায় উপজেলার হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জেলানী বলেন,গতকাল গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী শ্রীবাস চন্দ্রদাস জীবনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়।
উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারী দুপুর ১২টার দিকে পলাশকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ও পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সেখানে সে মারা যায়। এ ঘটনায় ওই দিনই ৩ জনকে আটক করে সলঙ্গা থানা পুলিশ।