সিরাজগঞ্জের সলঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে বাবু ভবেশ চন্দ্র তালুকদার ও বাবু গজেন্দ্রনাথ মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা এ কমিটির ঘোষনা দেন। এর আগে সম্মেলন উদ্বোধন করেন,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু সন্তোষ কুমার কানু।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা। শনিবার সকাল ১০টায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সলঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ফণি ভূষন পোদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র তালুকদারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে.এম মনোয়ারুল ইসলাম বিপুল,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য বাবু হীরক গুন,সাবেক সদস্য বাবু প্রাণ গোবিন্দ চৌধুরী,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবু বিজয় দত্ত অলোক,যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন সান্যাল,বাবু দেবাশীষ দাস,সাংগঠনিক সম্পাদক বাবু সুবীর কুমার কর্মকার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ,থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু,সলঙ্গা থানা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু মৃত্যুঞ্জয় কুমার দাম,সাধারণ সম্পাদক বাবু পল্লব কুমার দাস।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।