নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ২ নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
শুক্রবার (২ অক্টোবর) ৭ ঘটিকার সময় সলঙ্গা থানার রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানাধীন নতুন পাড়া সলঙ্গা গ্রামস্থ কবর স্থানের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে, সলঙ্গা থানার নতুন পাড়া সলঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলম এর মেয়ে সানজিদা খাতুন(২২), জিয়াউর রহমান স্ত্রী জেসমিন খাতুন(৩০), আব্দুর রহিম এর ছেলে শাহাদাত ইসলাম খায়রুল(১৯), আজাহার আলী এর ছেলে রাজু আহমেদ(২২)কে ৮১ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩ টি মোবাইলসেট, ৬ টি সিমকার্ডসহ গ্রেফতার করা হয়।
শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব ১২ এর স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি মহিউদ্দিন মিরাজ।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃ আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।