আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলা বিএনপি'র উপদেষ্টা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবী অ্যাড. মীর রুহুল আমিন বাবু দীর্ঘ দিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে
সোমবার (১ জুলাই-২০২৪ খ্রীঃ) সকাল ৯টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের প্রথম জানাজা নামাজ সোমবার বাদ জোহর সিরাজগঞ্জ কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা নামাজ সোমবার বাদ আসর ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এবং মালশাপাড়া কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে,এক মেয়েসহ অসংখ্য গুণ গ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপি জ্যেষ্ঠ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।