সিরাজগঞ্জে দু'দিন ব্যাপী-অধিক দুধ উৎপাদন ও বিপনণে দুগ্ধবর্তী গাভী পালনকারী খামারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
এ অনুষ্ঠানের আয়োজনে ছিলেন, উপজেলা পরিষদ, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ এবং আর্থিক সহোযোগিতায় ছিলেন, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা।
বৃহস্পতিবার (১১আগষ্ট) বিকেলে দু'দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা বিআরডিবি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী। দুদিনব্যাপী এ অনুষ্ঠানের প্রশিক্ষক ছিলেন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার।
প্রশিক্ষণে - উপকারভোগী ৬০ জন পুরুষ, ১৫ জন নারী অংশ গ্রহণ করেন। স্থানীয় সরকার, জাইকা ও সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।