সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার মুগবেলাই তরুণ সংঘের আয়োজনে ও ব্যাংক এশিয়ার সহযোগিতায় আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ- তরুণীদের মাঝে কম্পিউটার ক্রয়ের লক্ষ্যে সহজ শর্তে ঋণ বিতরণ করাহয়।
শনিবার(১৫ জানুয়ারি২০২২) সকালে কামারখন্দ উপজেলার মুগবেলাই হাইস্কুলে মাঠে -৩০ জন আউট সোসিং প্রশিক্ষণ প্রাপ্ত তরুণ-তরুনীদের কম্পিউটার ক্রয়ের লক্ষ্যে সহজ শর্তে ঋণ বিতরনের জন প্রতি ৫০ হাজার টাকার চেক বিতরন অনু্ষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। প্রধান আলোচক ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এতে সভাপতিত্ব করেন, মুগবেলাই তরুণ সংঘের সভাপতি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এর সহধর্মিণী মিসেস তৌফিকা আহমেদ।
এ সময় কামারখন্দ উপজেলার নির্বাহী অফিসার মেরিনা পারভীন সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ, সুধীজনদের অনেকে উপস্থিত ছিলেন।