উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চিকিৎসকদের সুরক্ষায় চিকিৎসা সরঞ্জামাদি বিতরন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে করোনা ভাইরাসে সংক্রমনে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে চিকিৎসকদের সুরক্ষার জন্য জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের নিজস্ব অর্থায়নে ৩০০ পিচ পিপিই, সার্জিকাল মাস্ক,সার্জিকাল টুপি, চশমা, কিট, অক্সিজেন সিলিন্ডার ও ফ্লোমিটার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ডাক্তার আনোয়ার হোসেনের হাতে তুলে দেন।
এ সময় তিনি সামাজিক দুরত্বের উপর গুরুত্ব আরোপ করে বলেন করোনা এমন একটি ভাইরাস যেটা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। এই ভাইরাস যদি এক বার কাউকে আক্রমণ করে তাহলে সেরে উঠার নিশ্চয়তা নেই।
তাই আপনার পরিবার, আত্মীয় স্বজন,বন্ধু বান্ধবকে সামাজিক দুরত্বে থাকার পরামর্শ দিন।ঘরে থাকলে মরণ ঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হবেন না।ইনসল্লাহ আমরা করোনায় আক্রন্ত হবো না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেন জানান জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক নার্স করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে।কিন্তু তাদের পর্যাপ্ত প্রটেকশনের ব্যবস্থা ছিলো না। আজ স্থানীয় এম পি মহাদ্বয়ের নিজ উদ্যোগে ও নিজিস্ব অর্থায়নে এ সকল সরঞ্জামাদি চিকিৎসা ক্ষেত্রে সহায়ক ভুমিকা রাখবে।
এ সময় পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমাড় দাশ, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল,ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, ইঞ্জিনিয়ার শওকত ওসমন প্রমূখ উপস্থিত ছিলেন।