নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অভিমান করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়ের পুঠিয়া গ্রামে (৩১ মে) রবিবার সকালে মাফিয়া খাতুন (১৬) নামে এক ছাত্রী নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়, এস এস সি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সে আত্মহত্যা করেছে।
সে উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামের ময়নাল হোসেনের এর কন্যা। তারা দুই বোনের মধ্যে মাফিয়া ছোট।
পূর্নিমাগাঁতী ইউনিয়নের ফলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে সে পরীক্ষায় অংশ গ্রহন করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় এখনো কোন অভিযোগ পায়নি অভিযোগ পেলে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠানো হবে
তবে বিষয়টি খুবই হৃদয় বিদারক।