আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ
এইচ এ এম এ ট্রেনিং ফাউন্ডেশন এর আয়োজনে, তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য সিরাজগঞ্জে কমিউনিটি সেইফ হেল্থ পাইলট প্রকল্পের অল্টারনেটিভ পল্লী চিকিৎসক প্রশিক্ষণ- ২০২০ এর ২য় ও ৩য় পর্ব অনুষ্ঠিত হয় ।
সোমবার ও মঙ্গলবার ২ দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালা ১ম দিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা। উদ্বোধক ছিলেন, ভাইস চেয়ারম্যান এস, এম নাসিম রেজা নূর দিপু।
প্রধান আলোচক ও সভাপতিত্ব করেন, উক্ত প্রকল্প পরিচালক ডাঃ টি. এম. এ সালেহ্ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের পৌর সভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ডিষ্ট্রিক কন্টোলিং অফিসার মীর শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে, সিরাজগঞ্জ পৌরসভার ১৫ টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০টি ইউনিয়নের ১৩০ জন পল্লী চিকিৎসকরা অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় বক্তারা বলেন, প্রকল্পটির মাধ্যমে একটি মানুষের পাঁচটি মৌলিক চাহিদার ৩টি বাস্তবায়ন করা সম্ভব। এই প্রকল্পটির মাধ্যমে ১৩০জন জনসাধারনের শিক্ষা,স্বাস্হ্য ও কর্মসংস্হান নিশ্চিত করা হচ্ছে এবং ৮ হাজার দুঃস্হ আর্তমানুষের হাতে স্বাস্হ্যসেবার স্বাস্হ্য কার্ড তুলে দিচ্ছেন কমিনিউটি সেইফের পাইলট প্রকল্প।