সিরাজগঞ্জে কৃষি ঋণ মেলার উদ্বোধন করা হয়েছে। এবং মেলায় ৩৪০ জন কৃষকে ৩ কোটি টাকার কৃষি ঋণ প্রদান করা হয়েছে । সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উদ্যোগে
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে উক্ত মেলার অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন , সিরাজগঞ্জ (২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, ইসলামি ব্যাংক লিমিটেড এর এমডি রাকিব উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম সজল,
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত প্রমুখ।
এসময়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলার অন্যান্য কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তথ্য সম্বলিত ৩৩ টি স্টল প্রদর্শন করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।