সিরাজগঞ্জে সদর উপজেলার ২০২২-২৩ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০ জন জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ বকনা বাছুর গরু বিতরণ করা হয়েছে । সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে
শনিবার (৭ জানুয়ারি) বিকেল ৩ টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে ২০ জন জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ বকনা বাছুর বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ -(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম.রাকিবুল হাসান।
এসময়ে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত,
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌরআওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য মোঃ একরামুল হক একরাম, জেলা আওয়ামী মৎস্যজীবি সাধারণ সম্পাদক টি.এম. মাইনুল ইসলাম, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের নেতা মোঃ সিরাজুল ইসলাম রাজু প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ছিলেন এবং সঞ্চালনায় করেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
এসময়ে উপস্থিত ছিলেন, সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামাল হোসেন সহ অন্যান্যরা এবং সুবিধা ভোগী কার্ডধারী মৎসজীবিরা বকনা বাছুর পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।