সিরাজগঞ্জ জেলার সদর সাব-রেজিস্টার কার্যালয়ে দলিল লেখকগণের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবা বিষয়ক দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সদর সাব-রেজিস্টার কার্যালয়ের আয়োজনে,
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের গান্ধাইল সাব-রেজিস্টার মোঃ আসিফ নেওয়াজ।
কোর্স সমম্বয়ক ছিলেন, সিরাজগঞ্জ সদর সাব-রেজিস্টার মোঃ আব্দুর রশিদ মন্ডল।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মোমিন তারা।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রায় শতাধিক দলিল লেখকগন অংশ গ্রহন করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।